Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগত বার্তা


সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা।

সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা। মাগুরা জেলা ও এর অন্তর্ভুক্ত উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জনের কার্যালয়' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।

এই ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে। 

আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং  উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।

                                                                                                                                                                   ডাঃ মোঃ শামীম কবির

                                                                                                                                                                    সিভিল সার্জন, মাগুরা।

                                                                                                                                                                                                                                        


সিভিল সার্জনের কার্যালয়

সেবা প্রদানকারী অফিসের নামসিভিল সার্জনের কার্যালয়


১। জেলা পর্যায়ে স্বাস্থ্য বিষয়ক সকল কর্মসূচী ও জেলার চিকিৎসা সেবার মান তদারকিকরন।

২। শিশুদের টিকাদান কর্মসূচী তদারকিকরন ও ভ্যাক্সিন সংরক্ষন ও চাহিদা মোতাবেক সরবরাহ করন।

৩। প্রাথমিক স্বাস্থ্য সেবা ও কমিউনিটি ক্লিনিক সমূহের স্বাস্থ্য সেবা তদারকিকরন।

৪। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ও কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন সহ সরকারী স্বাস্থ্য বিষয়ক সকল দিবস পালন ও জন সচেতনতা সৃষ্টি।

৫। জেলায় মাঠকর্মীদের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা তদারকিকরন।

৬। ভেজাল খাদ্য বন্ধে নিয়মিত মাঠ পর্যায়ে দোকান পরিদর্শন ও লাইসেন্স প্রদান।

৭। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন ও মান সাপেক্ষে লাইসেন্স প্রদান।

৮। চিকিতসা বিসয়ে অনিয়ম সম্পরকে তদারকি করন।

৯। জেলার যক্ষা ও কুষ্ঠ রোগের চিকিতসা তদারকিকরন।

১০। বিভিন্ন  ক্ষেত্রে স্বাস্থ্যগত সনদ প্রদান।

১১। জেলার বিভিন্ন মেডিকোলিগ্যাল বিষয়ে তদন্ত ও সিদ্ধান্ত গ্রহন।

১২। হজ ব্রত পালনকারীদের প্রতিষেধক টিকা ও স্বাস্থ্য পরিক্ষা।

১৩। জেলার আওতাধীন সকল উপজেলা হেলথ কমপ্লেক্স ও উপ স্বাস্থ্য কেন্দ্রের ও কমিউনিটি ক্লিনিকের ঔষধ ও মালামাল সংরক্ষন ও সরবরাহ।

১৪। জেলার স্বাস্থ্য বিষয়ক অভিযোগ গ্রহন ও নিষ্পত্তি।

সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর অবস্থান