Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগত বার্তা


সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা।

সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা। মাগুরা জেলা ও এর অন্তর্ভুক্ত উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জনের কার্যালয়' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।

এই ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে। 

আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং  উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।

                                                                                                                                                                   ডাঃ মোঃ শামীম কবির

                                                                                                                                                                    সিভিল সার্জন, মাগুরা।

                                                                                                                                                                                                                                        


আমাদের অর্জন সমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:


বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধ ও করোনা আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিগত ৩ বৎসরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। নবজাতকের মৃত্যু হার হ্রাস পেয়ে ২০২১ (এসভিআরএসএস-২০২১) সালে প্রতি হাজারে ১৬ এ দাঁড়িয়েছে, যা ২০১৫ সালে ছিল ২০। মাতৃ মৃত্যু হ্রাস পেয়ে ২০২১ সালে প্রতি লক্ষ্যে জীবিত জন্মে ১৬৭ (এসভিআরএস-২০২১) -এ দাঁড়িয়েছে, যা ২০১৫ সালে ছিল ১৮১। যক্ষ্মা এবং এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব রয়েছে। গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ০৩ টি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও ৯৭ টি কমিউনিটি ক্লিনিক যথাযথ জনবল ও পর্যাপ্ত ঔষধ দিয়ে কার্যকর ভাবে চালু রয়েছে, যা গ্রামীণ জনগণের স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলতে নিয়মিতভাবে অস্ত্রপ্রাচার বা অপারেশন কার্যক্রম চলমান আছে।  মাগুরা জেলায় পর্য়াপ্ত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ পদায়ন করা হয়েছে।  স্বাস্থ্য ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রবর্তন করা হয়েছে। ই-হেলথ সার্ভিস ও টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। 

এছাড়াও -

  • সুষ্টূভাবে কোভিড -১৯ টিকাদান কার্যক্রম পরিচালনা: 
    • মাগুরা জেলার ৯ লক্ষাধিক জনগোষ্ঠীকে ২ ডোজ কোভিড -১৯ এর টীকাদান সম্পন্ন হয়েছে।
    • মাগুরা জেলা ও এর অন্তর্গত উপজেলাতে সরকারী নির্দেশনা মোতাবেক গণটীকা কার্যক্রম পরিচালিত হয়েছে ।
    • মাগুরা জেলা ও এর অন্তর্গত উপজেলাতে ১২-১৭ বছরের স্কুলগামী শিক্ষার্থীদের ভ্যাক্সিনেশন এর আওতায় নিয়ে আসা হয়েছে।
  •  হজ্জযাত্রীদের যাবতীয় স্বাস্থ্য সেবা দান, সনদ প্রদান ও টীকাদান নিশ্চিত করা হয়েছে ।
  • নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানে আংঙ্গুলের ছাপ সনাক্তকরনের মাধ্যমে সকল কর্মকর্তা - কর্মচারীর দৈনিক অফিস উপস্থিতি তদারকি  করা হচ্ছে ।
  • কমিউনিটি ক্লিনিকে প্রতি মাস মা সমাবেশ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর অবস্থান