Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগত বার্তা


সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা।

সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা। মাগুরা জেলা ও এর অন্তর্ভুক্ত উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জনের কার্যালয়' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।

এই ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে। 

আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং  উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।

                                                                                                                                                                   ডাঃ মোঃ শামীম কবির

                                                                                                                                                                    সিভিল সার্জন, মাগুরা।

                                                                                                                                                                                                                                        


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


 উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রদত্ত সেবা সমুূহ

·        বহি: বিভাগে সকাল ৮.০০ হতে ২.৩০ পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান করা হয়ুহ

·        হাসপাতালের জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকে এবং আগত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

·        দিবা রাত্রী ২৪ ঘন্ট ইওসি সেবা প্রদান করা হয়।

·        ভর্তি রোগীদের বিশেষজ্ঞদের তত্ত্ববধানে মেডিসিন চিকিৎসা সহ জেনারেল সার্জারী, অর্থোপেডিক, গাইনী, মেজর ও মাইনর অপারেশন করা হয় (প্রয়োজন ক্ষেত্রে)।

·        হাসপাতালের বহি: বিভাগ, অন্ত:বিভাগে রোগীদের প্রয়োজনীয় প্যাথলজি পরীক্ষা, এক্স-রে ও ইসিজি করা হয়।

·        জাতীয় যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্ষা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয় এবং যক্ষা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ

         করা হয়।

·        প্রতিদিন শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় প্রতিষেধক টিকা দেয়া হয়।

·        নারী বান্ধব হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয়।

·        আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।

·       এইচআইভি/এইডস এর জন্য প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করা হয়।

·        ডায়রিয়া রোগীদের জন্য ওআরটি কর্ণার চালু আছে।

·        রেফারকৃত রোগীদের গুরুত্বসহকারে স্বাস্থ্য সেবা দেয়া হয় এবং প্রয়োজনবোধে কোন কোন রোগীকে মেডিকেল কলেজ হাসপাতালে ও বিশেষায়িত হাসপাতালে রেফার

         করা হয়।

·        সরবরাহ সাপেক্ষে ঔষদ সমুহ সেবা কেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ  কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকে ক্রয়

         করতে পারে।


 

সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর অবস্থান