সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা।
সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা। মাগুরা জেলা ও এর অন্তর্ভুক্ত উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জনের কার্যালয়' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।
এই ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে।
আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।
ডাঃ মোঃ শামীম কবির
সিভিল সার্জন, মাগুরা।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহম্মদপুর, মাগুরাতে কর্মরত স্বাস্থ্য সহকারী জনাব মোঃ নুর ইসলাম গত ২৪/০৪/২০২৩ ইং তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা নেবার পথে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কণ্যা, এক পুত্র সন্তান এবং মাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে তিনি সৎ, নিষ্ঠাবান ও অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে স্বাস্থ্য বিভাগ, মাগুরার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত।
স্বাস্থ্য বিভাগ,মাগুরার পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি
সিভিল সার্জন
মাগুরা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস